বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান
মহিপুরে স্বামীর বিরুদ্ধে  স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

মহিপুরে স্বামীর বিরুদ্ধে  স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (7, 0); aec_lux: 45.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মোঃ আল আমিন হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী জুঁইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাতে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জুই’র মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে ওই এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।জুই কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার আবু সালেহ তালুকদারের মেয়ে।

আল আমিন হাওলাদার মহিপুর বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে। ভুক্তভোগী জুই বলেন, তার সাথে বড় ধরনের প্রতারনা করেন স্বামী আল আমিন হাওলাদার। বিয়ের পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তখন জুইকে নিয়ে কুয়াকাটা ভ্রমনে গিয়ে তাকে রেখে পালিয়ে যায় আল আমিন। এ বিষয় নিয়ে একটি ধ্বর্ষন মামলা দায়ের করা হলে দেড় বছর পরে আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়।

আড়াই বছর সংসার করার পরে মামলা উঠিয়ে ফেলে জুই। এর পরেই শুরু হয় তার সাথে অমানুষিক নির্যাতন। মারধর সহ সকল প্রকার অত্যাচার করা হয় তার সাথে। পরে বারবার তার সাথে করা হয় প্রতারনা।

পরবর্তীতে কুয়াকাটা পাঞ্জুপাড়া এলাকায় শাহজাহান হাজীর বাসায় ভাড়া থাকেন তারা। সেখানে গত মঙ্গলবার রাতে আল আমিন হাওলাদার এবং তার মামা ও খালাতো ভাই মিলে তার উপর নির্যাতন শুরু করে।

খবর পেয়ে তার মা লিপি বেগম গেলে তাদের কে গভীর রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান।অভিযুক্ত মোঃ আল আমিন হাওলাদার’র মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করারা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD