বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসানাত মোহাম্মদ আরিফীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন শাবাব, অধিনায়ক পায়রা ক্যাম্প, বাংলাদেশ সেনাবাহিনী, বিমল কৃষ্ণ মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো:ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী কল্লোল বিশ্বাস, কৃষক মুস্তফা জামান, জেলে আনোয়ার মাঝি প্রমুখ।
সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা কলাপাড়ার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথি আবু হাসানাত মোহাম্মদ আরিফীন সকল প্রস্তাবনা আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সেই সাথে কলাপাড়াকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
০৬-১০-২০২৪।