শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ৩ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে ।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রফেসর মোঃ হারুন-অর-রসিদ হাওলাদার অধ্যক্ষ,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।এসময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান উপাধক্ষ্য, ব্যস্থাপনা বিভাগের শিক্ষক ইব্রাহিম জুয়েলসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা।
২৯ শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।আগামী ৩০ শে সেপ্টেম্বর ও ১লা অক্টোবরও এই আয়োজন পরিচালিত হবে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ইউনিট। উদ্ভোধন উপলক্ষে অধ্যক্ষ বলেন রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা চলতি পথে দূর্ঘটনা আমাদের নিত্য দিনের সঙ্গী তাই আগে থেকে সকলের রক্তের গ্রুপ জানা থাকলে খুব সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।