শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমের বিরুদ্ধে অন্যের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে। যে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক এ ব্যবস্থা গ্রহণ করেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
এছাড়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলেরর সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।