বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায়- ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষ পরিত্যক্ত, ভবন সঙ্কট, জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ কলাপাড়ায় মেগাপ্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের ন্যায্যতার দাবিতে সংবাদ সম্মেলন ১০ম গ্রেডের দাবিতে বরিশালে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন থ্রি হুইলার চালক শ্রমিকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বাউফলে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে বরিশালে নার্সদের মানববন্ধন বরিশালে প্রতারনার প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কলাপাড়ায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক ক্যাম্পেইন ও চারা গাছ বিতরণ কলাপাড়ায় ব্যাবসায়ীর হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা গণতন্ত্র দিবস ও বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে ঘনঘন লোডশেডিং ও ভূতুড়ে বিল, বিপাকে কলাপাড়া পল্লী বিদ্যুৎ গ্রাহকরা কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা কারাগারে পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার ও ৯ দাবীতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের সংবাদ সম্মেলন
কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) মরহুম আবু তালেব শরীফ এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পেশাজীবী ফোরামের আয়োজনে বুধবার সন্ধ্যায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পেশাজীবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ এবং আসাদুজ্জামান খান’র সঞ্চালনায় আবু তালেব শরীফ’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলাপাড়া পেশাজীবি ফোরামের সাধারন সম্পাদক ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন।

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. ইউসুফ আলী, মো.নকিব উদ্দিন, ধানখালী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মাসুম বিল্লাহ, প্রদর্শক আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড শিক্ষক মো. নুরুল হক, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক মো. আব্দুল মান্নান, খেপুপাড়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওহাব, মো. নুরে আলম মুরাদ, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ সুজা, দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন হিরন, সহকারী শিক্ষক বশিরুল ইসলাম আজাদ প্রমুখ। বক্তারা আবু তালেব শরীফ’র জীবনের স্মৃতিচারন করেন।

 

শিক্ষক আবু তালেব শরীফের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ফোরকানুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে মরহুমের পরিবারের হাতে কলাপাড়া পেশাজীবী ফোরামের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD