বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ
কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) মরহুম আবু তালেব শরীফ এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পেশাজীবী ফোরামের আয়োজনে বুধবার সন্ধ্যায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পেশাজীবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ এবং আসাদুজ্জামান খান’র সঞ্চালনায় আবু তালেব শরীফ’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলাপাড়া পেশাজীবি ফোরামের সাধারন সম্পাদক ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন।

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. ইউসুফ আলী, মো.নকিব উদ্দিন, ধানখালী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মাসুম বিল্লাহ, প্রদর্শক আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড শিক্ষক মো. নুরুল হক, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক মো. আব্দুল মান্নান, খেপুপাড়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওহাব, মো. নুরে আলম মুরাদ, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ সুজা, দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন হিরন, সহকারী শিক্ষক বশিরুল ইসলাম আজাদ প্রমুখ। বক্তারা আবু তালেব শরীফ’র জীবনের স্মৃতিচারন করেন।

 

শিক্ষক আবু তালেব শরীফের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ফোরকানুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে মরহুমের পরিবারের হাতে কলাপাড়া পেশাজীবী ফোরামের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD