সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গৃহবধুকে জ/বাই করে হ/ত্যা বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বরিশালে ৩১ দফা দাবিতে ও ধানের শীষের প্রচারণায় আবু নাসের রহমাতুল্লাহ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড’র ২১ তম বার্ষিক সাধারণ সভা বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড
কলাপাড়ায় সার ডিলার লাইসেন্স ভাড়া হয় লাখ টাকায়

কলাপাড়ায় সার ডিলার লাইসেন্স ভাড়া হয় লাখ টাকায়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়ায় বিসিআইসির সার-ডিলার লাইসেন্স লাখ টাকায় ভাড়া দেয়া হচ্ছে। উপজেলার ধুলাসার ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসীন্দা দুলাল খলিফার ব্যক্তি নামে সার ডিলার লাইসেন্সটি অনুমতিপত্র দেয়া হয়।
আর ঐ লাইসেন্স মনির হোসেনের কাছে ভাড়া দেয়। এখন অধিক লাভের আশায় আবার অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়ে নিজে লাভবান হন দুলাল খলিফা। দুলাল খলিফা ব্যক্তির নামে অনুমতিপত্র দেয়া লাইসেন্সটি র্দীঘ বছর ভাড়া দিয়ে থাকেন তার লাইসেন্স। এভাবে ব্যক্তির অনুমতিপত্র চুক্তিতে ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে সার বিক্রি করে যাচ্ছেন অন্য ব্যক্তি।
ধুলাসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিফা টেডার্স নামের অনুমতিপত্রটির সত্বাধিকারী  দুলাল খলিফা। এই অনুমতিপত্র ভাড়ার দেয়ায় বিরূপ প্রভাব পড়ে সরাসরি কৃষকদের ওপর। এতে সরকারের বেঁধে দেয়া মূল্য ছাড়াও অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হয় কৃষকদের। ঐ এলাকায় ধারে কাছে কোন বিসিআইসির সার-ডিলার লাইসেন্স নেই
 কৃষকের দুর্ভোগের শেষ নেই।
কৃষকদের অভিযোগ, অসাধু ব্যক্তিদের সিন্ডিকেটের কবলে পড়ে বছরে হাজার হাজার টাকা লোকসান গুনছেন তারা। এমনকি কৃষি বিভাগকে অবহিত করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। কৃষক ও খুচরা সার বিক্রেতাদের এমন অভিযোগের সত্যতাও পাওয়া যাচ্ছে।
উপজেলার ধুলাসার ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সার বিক্রেতা মনির হোসেন হাওলাদার অনুমতিপত্র মাস চুক্তিতে ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে সার বিক্রি করে যাচ্ছেন। এখন আবার অন্য ব্যক্তি কাছে ভাড়া দিয়ে নিজে লাভবান হন দুলাল খলিফা। এব্যাপারে সাব বিক্রেতা মনির হোসেন হাওলাদার উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।
ধুলাসার ইউনিয়নে তারিকাটার কৃষক মহিউদ্দিন খা জানান, সরকারের বেঁধে দেয়া মূল্য ছাড়াও অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হয় আমাদের কৃষকদের। এতে আমরা কৃষকরা চরম ভোগান্তির শ্বীকার। আমরা তার ডিলার লাইসেন্স বাতিল চাই। প্রকৃত ডিলার কে লাইসেন্স দেয়া হউক।
খলিফা টেডার্স সত্বাধিকারী দুলাল খলিফার তার ব্যক্তিগত 01713956925 এ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার মেয়ে বিসিভ করে বলেন, বাবা বিলে গেছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন জানান,মো: মনির হোসেন নামে এক কৃষক দুলাল খলিফা নামে তার সার ডিলার লাইসেন্স ভাড়া দেন এ অভিযোগের দরখস্ত দিয়েছেন।
খলিফা টেডার্স নামের সত্বাধিকারী মো: দুলাল খলিফাকে কারন দর্শানোর নোটিশ করা হবে।
কেনো তার ডিলার লাইসেন্স ভাড়া দেন। ডিলার লাইসেন্স ভাড়া দেয়ার সত্যতা প্রমানিত হলে তার লাইসেন্স বাতিল করা হবে। কৃষি অফিস থেকে মাঠে গিয়ে ডিলার লাইসেন্স ভাড়া দেয়া হয় কিনা তা খুজে দেখা হবে। সত্যতা প্রমানিত হলে বিসিআইসির সার-ডিলার লাইসেন্স বাতিল বলে গন্য হবে।
কলাপাড়া নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমি আপনাদের কাছে শুনলাম। এ ব্যাপারে কৃষি কর্মকর্তাকে সরেজমিনে দেখার জন্য আমি বলবো। বিসিআইসির সার-ডিলার লাইসেন্স ভাড়া দেয়া যায়না। সত্যতা প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD