শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল ট্যাক্সেস বার এসোসিয়েশন-২০২৪ এর নির্বাচনে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরিতোষ সাহা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাড. স্বপন কুমার সাহা পেয়েছেন ১৮ ভোট। রোববার (৩০ জুন) দুপুরে বরিশার আলেকান্দা রোড লাচিন ভবন সংগঠন কার্যালয়ে নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম (জামাল) এ ঘোষণা দেন।
তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারী নির্বাচন হয়েছিল এবং ২১ মার্চ নির্বাচনী ফলাফল দেয়ার সময় সদস্যদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কারণে সভাপতি পদের ফলাফল স্থগিত রাখা হয়েছিল।
যে কারণে সেই ফলাফল রোববার ঘোষণা দেয়া হয়। পূর্বের ফলাফল অনুযায়ী ফলাফল সহ-সভাপতি হলেন হরিদাস সাহা চৌধুরী ও মোঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক সৈয়দ এনায়েত করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক নাজমুস শা’আদত মুঃ শামীম, ক্রীড়া সম্পাদক অপূর্ব কুন্ড সহ নির্বাহী সদস্য অবিনাশ মজুমদার (পদাধীকার বলে), মিল্টন কুমার রায়, মোঃ ইমরান হোসেন, মনোজ কুমার দাস, তানভীরুল ইসলাম মাহিম ও মোঃ আবু সাদেক প্রমুখ।