পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার অন্তর্গত নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস ডিপোর পিছনে জনাব আলী চেয়ারম্যানের বড় একটি পুকুরের মধ্যে অজ্ঞাতনামা মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে।
মৃত ব্যক্তি একজন নারী, বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। মৃতদেহটি সম্পূর্ণরূপে পচে, ফুলে যাওয়ার কারণে ওলট-পালট করে পর্যবেক্ষণ করে কোথাও কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয় নি এবং শরীরের কোন কোন জায়গায় ভালোভাবে বোঝা যাচ্ছে না।
স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, স্থানীয় লোকজন ১৯শে জুন বুধবার আনুমানিক সকাল ১১:০০ ঘটিকার সময় ভিকটিমকে পুকুরের পানির মধ্যে ভাসতে দেখে জনগন পুলিশকে সংবাদ দেয়।
থানা পুলিশ উক্ত স্হানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের সহায়তায় মৃতদেহটি পুকুর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ধারণা করা হচ্ছে যে, কয়েকদিন পূর্বে যেকোন সময় ভিকটিম যেকোন কারণে পুকুরে কাজ করতে গেলে হয়তো পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।লাশ ময়নাতদন্তের শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।