বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ
হলো বরিশাল ভাটিখানা রোডস্থ ৮২ নং আখতারুন্নেছা
সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও
পুরুস্কার বিতরণ-২০২৪।
আজ বুধবার (২৮ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ের
মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত
ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী আকন ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন অবঃ
নৌবাহীনীর কর্মকর্তা ইঞ্জিঃ এম,এ করিম,বিশিষ্ট
ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরিফুল আলম
স¤্রাট,সমাজ সেবক খায়রুল আলম নান্টু, সমাজ
সেবক আখতার হোসেন সপ্রæ ও বরিশাল
রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আরিফ সুমন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল ইসলামিয়া কলেজের
অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান
শিক্ষিকা শামিমা আক্তার শান্তনা ও সহকারী শিক্ষিকা
ডালিয়া পারভিন,মাকসুদা পারভিন, ফাতেমা বেগম,সীমা
দাস,হোসনেয়ারা লাকী,নাদিরা বেগম সহ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা ও অবিভাবকবৃন্ধ।
এ সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্ধোধন
ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটি বিভিন্ন
আঙ্গীকে সাজানো হয়। এবারের প্রতিযোগীতায় দলীয়
কাজ, শিশু শিক্ষার্থীদের নৃত্য, চকলেট দৌড়,ব্যাঙ দৌড়,
ভারসাম্য দৌড়,মোরগ লড়াই, ভেতর- বাহির,দীর্ঘ লাফ সহ
অনান্য ইভেন্ট সম্পন্ন করে বিজয়ীদের চুরান্ত করা হয় ।
এ সময় আগত অতিথীরা তাদের বক্তব্যে বলেন,ক্রীড়া
প্রতিযোগীতা শিক্ষার একটি অংশ। শিক্ষার পাশাপাশি
খেলাধূলা চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায় ।
তাই এ ব্যাপারে অবিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে
হবে। আগত অতিথীরা বিদ্যালয়টিতে অবিভাবকদের বসার
জন্য দ্রæত একটি ছাউনি নির্মানে প্রতিশ্রতি দেন।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয়
উপহার,ও পুরুস্কার সামগ্রীর মধ্য দিয়ে অনুষ্ঠানটির
সমাপ্তি হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা
উপস্থিত ছিল।