বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
আজ ২৮ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল মহবুবা হোসেনসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা।
জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।