বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শামীম আহমেদঃ
বরিশালের উপরদিয়ে অবারও মাঘের মৃদ্যু কনকনে শৈত্য প্রবাহ দেখা দেয়ায় ও ঘনকুয়াশার
সাথে সাথে হাড় কাঁপানো শীত ঝেকে বসায় বিপাকে পড়া শীতার্ত অসহায় দুস্থ,
নগরীর নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার
এসোসিয়েশন।
আজ সোমবার (২২) জানুয়ারী সকাল সাড়ে ১০টায় নগরীর আগুরপুররোডস্থ কার্যলয়ে
সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে অসহায় দুঃস্থ ও শারীরিক অক্ষমতা প্রতিবন্ধীদের
মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হুইলচেয়ার সহ শীতবস্ত্র বিতরন করেন
অতিরিক্ত জেলা প্রশাসক মনদ্বীপ ঘড়াই।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি
আমিরিকান প্রবাশী মঈন আহমেদ বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া সেলিম,
সদস্য কাজী মিজানুর রহমান ফিরোজ,সুপ্রিমকোর্ট বার সদস্য এ্যাড. গোলাম
মোহাম্মদ চৌধুরী আলাল,মোস্তাফিজুর রহমান, মাইকেল মালাকার,জহিরুল ইসলাম
মন্টু,সুলতান মাহমুদ বাবুল,মীর শামীম,মাসুদ আহমেদ বেগ সহ বিভিন্ন সদস্য গণ।
এসময় সংগঠনের পক্ষ থেকে শারীরিক অক্ষমতা প্রতিবন্ধী ১৪জনের মধ্যে হুইলচেয়ার ও দেড়
শতাধিক অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।