বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
পারভেজ, প্রতিনিধিঃ
শের-ই-বাংলা ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিম সভাপতিত্ব করেন এবং ইমরান ইবনে আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,এস.এম আলামিন যুগ্ম আহবায়ক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝালকাঠি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ তাসলিমা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩নং ওয়ার্ড ঝালকাঠি পৌরসভা,মোঃ ছবির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ রিয়াজ হোসেন পরিচালক সাউথ স্কায়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঝালকাঠি, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি আব্দুল্লাহ আল মাসুদ মধু সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম ”করিবো মুমূর্ষু রোগীকে রক্তদান,গাইবো মানবতার জয় গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একঝাঁক তারুন্যের হাত ধরে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ৪০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্বারক উপহার দেয়া হয়। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম করে যাচ্ছে। শের-ই বাংলা ব্লাড ডোনার্স ক্লাব সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।