রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ক্রাইমসিন ডেস্ক:
জেলা প্রশাসনের গণশুনানি শতাধিক সমস্যাগ্রস্ত সুবিধা বঞ্চিত মানুষের সমাধানের উৎস হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে প্রতি সপ্তাহের বুধবার গণশুনানি চলাকালীন সময় উপস্থিত হয়ে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা নিয়ে মন খুলে জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলতে পারেন। সপ্তাহের অন্যান্য দিনেও সাধারণ মানুষের উপস্থিতি থাকলেও সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয় গণশুনানিতে প্রায়ই এভাবে শতাধিক মানুষ অংশ নেয়। আজ ১১ অক্টোবর বুধবার গণশুনানিতে শতাধিক মানুষ তাদের নানাবিধ সমস্যা কথা তুলে ধরেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর কাছে। এসময় জেলা প্রশাসক বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ভিন্ন দপ্তরে প্রেরণ করেন। এমনকি তাদের সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।