সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : রাজধানীর মহাখালী বাস টার্মিনালে নেই বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ। সময়মতোই ছাড়ছে বিভিন্ন রূটের বাস।
শনিবার (১ জুন) মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্রই দেখা যায়।
এনা পরিবহন, এসআর ট্রাভেলস, শাহ ফতেহ আলি পরিবহনসহ আরও কয়েকটি বাসের কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ও রোববারের (২ জুন) পর্যাপ্ত টিকিট থাকলেও সেই তুলনায় যাত্রী নেই। তবে ৩ ও ৪ জুনের টিকিটের চাহিদা বেশি থাকায়, এ দু’দিনের টিকিট বিক্রি হয়ে গেছে।
ঢাকায় মেডিক্যালের ভর্তি পরীক্ষার কোচিং করেন হবিগঞ্জের জুবায়ের রহমান জুয়েল। তিনি জানান, আসার সঙ্গে সঙ্গেই টিকিট পেয়েছি। দামও সব সময়ের মতো ৩৫০ টাকাই নিয়েছে।
ঢাকা থেকে বগুড়া যেতে একতা পরিবহনের টিকিট কেটে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান রকি। তিনি বাংলানিউজকে বলেন, টিকিট পেয়েছি, বগুড়া যাব। তবে টিকিটের মূল্য রাখা হয়েছে নওগা পর্যন্ত।
রকির কথার সত্যতা মেলে এসআর কাউন্টারের কর্মী আমিনের সঙ্গে কথা বলে। বগুড়ার টিকিটের মূল্য জানতে চাইলে তিনি জানান, ৫০০ টাকা। সেসময় ভাড়া ৩৫০ টাকা বললে, গাইবান্ধা পর্যন্ত হিসেবে ৫০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নওগা, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটে বাস চলাচল করে। এই রুটে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষেরা টিকিটের দাম সামান্য বেশি হলেও এ নিয়ে তাদের নেই তেমন কোনো অভিযোগ। সবশেষে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটানোই এখন তাদের একমাত্র কাম্য।