বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
অনলঅইন ডেক্স: খুলনায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ শুরু আগেই পরিপূর্ণ হয়ে গেছে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সমাবেশস্থল। রাত পোহানোর আগেই একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে তাদের উজ্জীবিত করতে সমাবেশমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশ যেন সফল না হয় সেজন্য বাধা দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা রোববার (১৬ জুলাই) কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি তারা সোমবারও বাস চলাচল বন্ধ রেখেছে বলে জেনেছি। তবে এসব বাঁধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। আজকের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।