সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ১৯শে জুন সোমবার সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার (অনুসন্ধান) দুর্নীতি দমন কমিশন ড. মোঃ মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (প্রতিরোধ) দুর্নীতি দমন কমিশন মোঃ আক্তার হোসেন, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুনসহ বিভিন্ন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের বিভিন্ন কথা শুনেন পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা দুর্নীতি প্রতিরোধে আমাদের করোনিয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।