সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে অসহায় নারীকে ওয়াকার উপহার দিলেন পুলিশ জীবন মাহমুদ।
পুলিশ সদস্য জীবন মাহমুদ জানান নগরীর পলাশপুর জামাই গলি ৫নং ওয়ার্ডে একজন অসহায় নারীর খোঁজ পাই যিনি একজন ভিক্ষা করে জীবন ধারন করেন শারীরিক ভাবে অসুস্থ থাকায় হাটঁতে পারেন না।হাটাঁর জন্য একটি ওয়াকার প্রয়োজন কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে ওয়াকারটি কিনতে পারছিলেন না।
তখন আমার পক্ষ থেকে ওয়াকার টি উপহার দেই।
১১ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় ওয়াকারটি তাকে দেয়া হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।
এ সময়ে পারভেজ সিকদার বলেন,অসহায় বোনের খোঁজ দেওয়া মাএ অসহায় হনুফার পাশে ছুটে গিয়েছেন বরিশাল জেলার এই পুলিশ সদস্য জীবন মাহমুদ।
এলাকাবাসী জানান হনুফা শারীরিক ভাবে অসুস্থ অসহায় হওয়ায় তেমন কোন চিকিৎসা নিতে পারেন নি।ভিক্ষা করেই তার জীবন ধারন করেন। ওয়াকার টি দেওয়ায় হনুফার জন্য ভালো হয়েছে তারা পুলিশ সদস্য জীবন মাহমুদ কে ধন্যবাদ জানান।
ইতিমধ্যে পুলিশ সদস্য জীবন মাহমুদ বরিশালে থাকা অসহায়দের নিয়ে কাজ করছেন।তিনি ভোলায় শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত এবং বরিশাল লঞঘাটে থাকা অসহায় মানুষের পাশে ছিলেন।