সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: মানিকগঞ্জে পৃথক দুইটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় সাড়ে চার লাখ টাকার হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটকৃতরা হলেন, সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকার মৃত তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস (৩৯), মৃত হরেন্ত্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী (৪০), পশ্চিম দাশড়া এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে কহিনুর রহমান (৩৯), কাজী সুন্নত মিয়ার ছেলে কাজী শরিফ (২৮)।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, আটকৃত চার মাদক কারবারি অনেক দিন যাবত মাদক কারবারির সঙ্গে জরিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দুইটি টিম অভিযানে ৪৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেছে। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান মূল্য চার লাখ ৫০ হাজার টাকা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও মন্তব্য করেন এই গোয়েন্দা পুলিশের কর্মকর্তা।