সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ ২০ মামলার আসামি শিপন মণ্ডলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে জব্দ করা হয়েছে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় ধারালো কিছু অস্ত্র।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক শিপন পাঁচবিবির খাসবাট্টা গ্রামের মান্নান মণ্ডলের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পাঁচবিবির খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে -এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে শিপন মণ্ডলকে আটক করে র্যাব।
এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র- দুইটি চাপাতি, চারটি চাকু ও দুইটি হাঁসুয়া জব্দ করা হয়। আটক শিপনের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ২০টি মামলা রয়েছে।