শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল নগরে অবৈধভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২০ মে) দুপুর ১টায় নগরের চকবাজার এলাকা থেকে এই অভিযান শুরু করে পুলিশ। এসময় রাস্তার দুপাশে থাকা ফুটপাতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করা হয়। নগরের চকেরপুল থেকে শুরু হয়ে এই অভিযান চলে ফলপট্টির মোর হয়ে গীর্জামহল্লা এলকায়। অভিযানে নেতৃত্বদানকারী বরিশাল মেট্রোপলিটনের সহকারি পুলিশ কমিশনার মো. রাসেল জানান, দীর্ঘদিন যাবৎ চকবাজারের কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে। একারনে ঈদের সময় পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। ঈদের কেনাবেচা নির্বিঘ্ন করতে এবং জনসাধারনের দুর্ভোগ কমাতে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। পুরো এলাকা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি।