বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র সেইন্ট বাংলাদেশ এর হল রুমে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, চীফ, ইউনিসেফ বরিশাল অফিস, এএইচ তৌফিক আহমেদ, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুধিজনরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।