বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার স্হানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, বীর মুক্তি যোদ্ধা হাবিবুল্লাহ রানা,
ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিপন,মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি ( সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান।
সভা শেষে উপজেলার অফিসার্স ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।