মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া এলাকায় রাতে চেতনানাশক দ্রব্য খাইয়ে ঘরের লোকজনকে অচেতন করে দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা চার বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে চোর। গত বুধ ও বৃহস্পতিবার রাতে পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকায় গবিন্দ পাল,আবুল কালাম ও গাজী বাড়ীর সামনের দুটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন বৃহস্পতিবার আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) সহ ৭ জন অসুস্থ হয়ে পরলে তাদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান। স্থানীয় সুত্রে জানাগেছে, শহরের টাউন বহলগাছিয়া এলাকার আবুল কালাম(৬০), স্ত্রী মনোয়ারা বেগম(৫০), মেয়ে মিথিলা (১০), ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল সকালে ঘুম থেকে উঠে আবুল কালাম অটো রিক্সা নিয়ে বেড়িয়ে গেলে স্ত্রী মনোয়ারা বেগম সজ তিনজন মিলে রাতের অবশিষ্ট খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। পরবর্তিতে স্থানীয়দের সহয়তায় পটুয়াখালী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষন পড়েই আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগম মারা যায়। বাকীর হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, গত বুধবার রাতে একই এলাকার গবিন্দ পালের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ৫ ভড়ি স্বর্ণালংকার ও ৪ ভরি রুপার গহণা এবং নগদ ০৭ হাজার টাকা লুটে নেয়।এছাড়াও গাজী বাড়ির সামনের বাড়িতে সকলেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি থাকায় কি পরিমান মালামাল চুরি গেছে তা জানা যায়নি। পরে এ চুরির ঘটনায় গবিন্দ পাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত মনোয়ারা বেগমের স্বামী আবুল কালাম জানান, কে বা কারা আমাদের বাড়িতে গিয়ে খাবারে চেতনানাশক ওষুধ দিয়েছে তা আমরা জানি না। একদিন আগেও একইভাবে আমাদের পাশের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিলো। এ বিষয়ে পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার মোঃ নিজামুল হক জানান, চোরের দল পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এবিষয়ে পটুয়াখালী সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সকল বাড়ি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।