এস আল-আমিন খাঁন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে সোমবার ৩ কেজি গাঁজাসহ খোকন চৌকিদার (৪২), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।এসময় মামুন (৩০), নামের এক জন পালিয়ে যায়।গ্রেফতারকৃত খোকন চৌকিদার সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার ৭ নং ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের বাসিন্দা সালাম চৌকিদারের ছেলে। ডিবি পুলিশ সূত্রে, এসআই (নিঃ) সম্বিত রায় এর নেতৃত্বে (০৭-নভেম্বর-২০২২ ইং) তারিখ সকালে নতুন বাজার সদর রোডে হোটেল আল-আজাদ এর সামনে থেকে খোকন চৌকিদারের পিঠে ঝুলানো একটি স্কুল ব্যাগ থেকে কসটেপ দ্বারা প্যাচানো নীল রংয়ের পলিথিন মোড়ানো ০২টি গাঁজার প্যাকেটে যাহার ০১টির ওজন ০২ (দুই) কেজি ও অন্যটির ওজন ০১সহ মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান নব্বই হাজার টাকা। পরে গ্রেফতারকৃত আসামি খোকন চৌকিদারকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অবৈধ মাদক গাঁজা পলাতক আসামী মোঃ মামুন (৩০) এর সহায়তায় ঢাকা থেকে খুচরা মূল্যে ক্রয় করে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালী নিয়া আসা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা জানান, গ্রেফতারকৃত মাদকসহ গ্রেফতার আসামী খোকন চৌকিদার এবং পলাতক আসামী মামুন এর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।