বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
রোববার (১৬ অক্টোবর) রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি হলেন- মো. হানিফ।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগের সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্সের সামনে থেকে হানিফকে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরেই মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত।
গ্রেফতার আসামির বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।