বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কণ্যা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউপির মাছুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আমির হোসেন ওই গ্রামের মৃত মফেজ মোল্লার ছেলে। রবিবার রাতে ওই শিক্ষার্থীর বাবা কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, পেশায় তিনি একজন কৃষক। তার গোয়ালে বেশ কিছু গরু লালন পালণ করেন তিনি। রোববার সন্ধ্যায় মাঠ থেকে গোয়ালে একটি বাছুর না ফেরায় তা খুঁজতে যায় তার মেয়ে। এসময় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় আমির। এমনকি ১১ বছর বয়সী ওই শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতাহানি করে ওই ব্যক্তি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পরিদর্শক তৈয়বুর রহমান অভিযোগের বরাত দিয়ে জানান, ভুক্তভোগীর পিতা রবিবার মধ্যরাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আমির হোসেনকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেলন করা হয়েছে।