বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতার মোসা. সাহিদা বেগম ওরফে দেলোয়ারা বেগম ওরফে দুলু বেগমের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা মিরপুর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে রমনা মডেল থানার কাকরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়। তিনি রমনা এলাকায় ফেনসিডিল খুচরা ও পাইকারিভাবে বিক্রি ও সরবরাহ করতেন।
এ বিষয়ে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসি মো. আশরাফুল ইসলাম।