সোমবার, ১২ মে ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ পরিবর্তত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা এই স্লোগান নিয়ে আজ ১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন সমাজসেবা অধিদফতর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখার আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে বর্ণাঢ্য এক র্যালি নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখা মোঃ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। এসময়ে অতিথিরা প্রবীণ দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।