শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে বুধবার পালিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাৎসরিক বনভোজন। গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে এই আয়োজনে মিলিত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নবীন-প্রবীণ অনেক তারকা।
সাইমন, নীরব, ইমনদের উপস্থিতিতে এদিন দুপুর ১২টায় বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ স¤পাদক জায়েদ খান।
এ সময় মিশা ও জায়েদ প্রত্যেক শিল্পীর ভেতরে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। মিশা বলেন, ‘চলচ্চিত্র শিল্পের জন্য আজ অত্যন্ত একটা আনন্দের দিন। আমরা সারা বছর চলচ্চিত্রের জন্য নিজেদের উৎসর্গ করি। কিন্তু আজকের দিনটা স¤পূর্ণ আমাদের। আজকে সবাই প্রাণখুলে আনন্দ করবেন। এই আনন্দের রেশ যেন সিনেমার ওপর পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আজকের আনন্দ যেন আমাদের কর্মোদ্যম বাড়ায় সেটা নিশ্চিত করতে হবে।’
অন্যদিকে জায়েদ খান বলেন, ‘আমরা নিজেদের জন্য বছরে একটা মাত্র আয়োজন করি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পরিবারের সবাই যেন একটা দিন একসঙ্গে কাটাতে পারি। আমার কাছে বনভোজন হচ্ছে একটা পারিবারিক গেট টুগেদার। এই দিনে আমি সবার উদ্দেশ্য বলব, আপনারা চলচ্চিত্রের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’
শিল্পী সমিতির এই বনভোজনে এসে উচ্ছ্বসিত হন শক্তিমান অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, ‘কত নতুন ছেলে-মেয়ে এসেছে আমাদের সিনেমাতে যাদের চিনিও না। বনভোজনে এসে নতুন অনেকের সঙ্গে পরিচয় হলো। দেখা হলো পুরনো অনেক সহকর্মীর সঙ্গে। বনভোজন তো আর রোজ হওয়া সম্ভব না। সম্ভব হলে বলতাম প্রতিদিন বনভোজন হোক।’
এসেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত দ¤পতি অনন্ত জলিল ও বর্ষা। অনন্ত বলেন, ‘শিল্পী সমিতির এই বনভোজন প্রথা আমার কাছে দারুণ লাগে। এখানে এলে অনেকের সঙ্গে দেখা হয়। এটা বেশ উপভোগ করি।’
বর্ষা বলেন, ‘কাজের চাপে তো সবার সঙ্গে সব সময় দেখা হয়ে ওঠে না। এখানে আসার পর কয়েকজন আমাকে সালাম দিল, পরিচিত হলো। এটা বেশ ভালো লেগেছে। এক পরিবারের সবার জন্য বছরে এমন একটা গেট টুগেদার স¤পর্ক গঠনে অনেক বড় ভূমিকা রাখে।’
নাচ-গানের মধ্য দিয়ে উদযাপিত এই বনভোজনের আকর্ষণ হিসেবে আরও ছিল সাপখেলা, নাগরদোলা, বালিশ খেলাসহ বাঙালির ঐতিহ্যবাহী আরও কিছু খেলা।
বনভোজনে আগত তারকাদের ভেতরে আরও ছিলেন সুচরিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, হাসান ইমাম, রোজিনা, ডিপজল, কাবিলা, রিয়াজ, পপি, অমিত হাসান, রেসিসহ আরও অনেকে।