বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ফেনসিডিল ভর্তি ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ফতুল্লায় কায়েমপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, গোপন সংবাদে ট্রাকটি ফলো করতে থাকলে তারা বটতলার রাস্তায় ঢুকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করি। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের আমরা দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।