শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমিজমা ও বাড়ির গাছপালা নিয়ে বিরোধের জের ধরে প্রথমে পিতা আব্দুল রব মাঝি ও পরে পুত্র জহিরুল ইসলাম (২৬), কে হত্যা চেষ্টা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০২-আগস্ট-২০২২ ইং) তারিখ দুপুর আনুমানিক ৩ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের ভাজনা গ্রামের হাওলাদার বাড়ির দীঘির পার স্থানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা হলো, (১). মামুন মাঝি (৩০), পিতাঃ আব্দুল হক মাঝি, (২).রশিদ মাঝি (৫০), (৩). হারুন মাঝি (৫৫), উভয় পিতাঃ মৃত কাছেম মাঝি। আহত জহিরুল ইসলাম এর পিতা আব্দুল রব মাঝি বলেন, তার ভাই রশিদ মাঝি ও হারুন মাঝিদের সঙ্গে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে গত শুক্রবার তাকে প্রতিপক্ষরা সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং মঙ্গলবার তার ছেলে জহিরুল ইসলাম কে ফের হত্যার উদ্দেশ্য পথরোধ করে মারধর ও পিটিয়ে শারীরিক জখম করে।
তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জহিরকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। প্রতিপক্ষের নির্যাতনে ও হামলার শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
তারা আইনগত ব্যবস্থা গ্রহনে যাবেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী আব্দুল রব মাঝি। প্রতিপক্ষ আব্দুল রশিদ মাঝি বলেন, তাকে মারধর বলতে ওভাবে নয়, জহিরুল আমার গাছ কাটছে সেই বিচার দিয়েছি মামুনের কাছে সে বিচার না মানায় মামুন তাকে চর তাপ্পর দিয়েছে আমরা তাকে মারিনি। তার সঙ্গে দীর্ঘদিন জমিজমা নিয়ে ৪ ভাইয়ের সঙ্গে বিরোধ চলছে বহুবার সালিশ বৈঠক হওয়ার পরও সমাধান হয়নি বলে জানান।