বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইউপিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার লতাচাপলী এবং ধুলাসার ইউপির নির্বাচিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) কর্মকর্তা মো.আসাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, ধুলাসার ইউপির ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম আক্তার, লতাচাপলী ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মো.তুহিন খান, ধুলাসার ইউপির নির্বাচিত ইউপি সদস্য খবির উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা সততা এবং নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক বলেন, স্থানীয় সরকারের সর্বশেষ স্তর হচ্ছেন আপনারা। দূর্যোগ সহ জরুরি সমস্যায় চৌকিদার এবং ইউপি সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই আপনারা সততা এবং নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবেন, তবেই দেশ ও জাতি উপকৃত হবে।