মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে।
সোমবার (০৪ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশে ফেসবুক ডাউন দেখা যায়। ফেসবুকে লগইন করতে গেলে স্ক্রিনে লেখা আসছে- ‘‘সরি, সামথিং ওয়েন্ট রঙ। উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উই উইল গেট ফিস্কড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। ’’
বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির একজন কর্মকর্তা বলেন, ফেসবুক গ্লোবালি ডাউন (সারা বিশ্বে) হয়েছে।