বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনার পর নগরী থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছেনা। হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে আসামি করায় পরিচ্ছন্ন কর্মী দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পরে। শুরু থেকে হামলার ঘটনার সঙ্গে বিসিসির পরিচ্ছন্নকর্মীরা জড়িত ছিলেন।
তাছাড়া মামলায় অজ্ঞতনামাদের আসামি করা হয়েছে। তাই গ্রেফতার আতঙ্কে নগরের পরিচ্ছন্নকর্মীরা আত্মগোপনে রয়েছেন। বুধবার রাতের সংঘর্ষের পর থেকে নগরীর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে কথা বলতে বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার ফোন এবং ক্ষুদে বার্তা দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। নগরীর বাসিন্দারা জানান, সাধারণত রাতের মধ্যেই নগরীর সব আবর্জনা পরিষ্কার করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।গত তিন দিন ধরে নগরীর প্রতিটি সড়কে স্তূপাকারে ময়লা-আবর্জনা পড়ে আছে। শনিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু করে নগরীর ৩০ টি ওয়ার্ডই ময়লা আবর্জনা স্তূপ আকারে রাস্তায় পড়ে আছে।
নগরীর লাতু চৌধুরী সড়ক এলাকার বাসিন্দা রিদয় খন্দকার সাংবাদিকদের বলেন, ‘তিন দিন ধরে রাস্তায় রাস্তায় ময়লা আবর্জনা স্তুপ হয়ে রয়েছে। আগে রাতের মধ্যেই সব পরিষ্কার হয়ে যেত।ময়লা আবর্জনার দুর্গন্ধে বাসা থেকে বের হওয়া দুষ্কর। নবগ্রাম রোড এলাকার বাসিন্দা সাকিব মিয়া বলেন, হাতেম আলীর কলেজের হোস্টেলের সামনে আশ্রাফ সড়কের মুখে তিন দিন ধরে ময়লা-আবর্জনা ফেলা। দুর্গন্ধে টেকা কষ্টসাধ্য। এই সড়কে হাটা চলাও কষ্টকর।’দ্রুত পরিসরে ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন একটি নগরী চান নগরবাসীরা।