শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত বিআরডিবি’র কর্মকর্তা মোফাজ্জেল আহমেদ বাবুল আর নেই (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৪) বছর। গত শুক্রবার রাত সাড়ে ১০ টায় বরিশাল নগরের হাসপাতাল রোডস্থ তার ছোট বোনের বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৮ টায় বরিশাল ল কলেজ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামের ছনের মসজিদ এলাকার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম মোফাজ্জেল আহমেদ বাবুল বরিশালের বানারীপাড়া উপজেরার চাখার ফজলুল হক কলেজের কমার্স বিভাগের অধ্যাপক মরহুম তোফায়েল আহমেদের দ্বিতীয় পুত্র।