শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে এবিডিসি সংগঠনের উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ সম্পন্ন। আদর্শ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে ঈদুল আযহার চতুর্থ দিন ২৪ই জুলাই রোজ শনিবার দুপুর ২ টার সময়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অসহায়, হতদরিদ্র, পথশিশু, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় ঈদ আহার।
এই খাদ্য বিতরন কালীন সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হুজাইফা, প্রচার সম্পাদক মোহাম্মদ তালহা হুসাইন এবং সংগঠনের বিভিন্ন সক্রিয় সদস্য বৃন্দ এবং এই পুরো কর্মকান্ডটি পরিচালনা করছেন সংঠনটির এক ঝাকঁ নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। তারা এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কামনা করেছে সমাজের বিত্তবান মানুষের কাছে।