শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনের দিনমজুরি শ্রমিক মো. জব্বার আকনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত মােসা. জাহানারা বেগম। গত ১৬ মাস যাবত তিনি মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত। স্বামী জব্বার ও তাদের একমাত্র ছেলে সাগর মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ উঠিয়ে ঢাকা মেডিকেলে থেকে অপারেশন করে বাড়ি নিয়ে আসেন।
এতদিন বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হটাৎ করে গত সপ্তাহে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। খাওয়া-দাওয়া বন্ধ হওয়ায় তার পরিবারের লোকজন ডাক্তারের সাথে যোগাযোগ করে সোমবার তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। এবং মঙ্গলবার (১ জুন) ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ প্রয়ােজন। অর্থ ছাড়া বন্ধ রয়েছে তার সকল চিকিৎসা। এমন অবস্থায় ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগমকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলের সহযোগিতা চেয়েছেন তার স্বামী শ্রমিক মো.জব্বার। তাদের ছেলে মো. সাগর হাউমাউ করে কেঁদে সাংবাদিকদের বলেন, স্যার আমার মা’কে বাঁচান, টাকার জন্য চিকিৎসা করাতে পারছিনা, হাতে ধরি, পায়ে ধরি আপনারা সহযোগিতা করুন মা’কে বাঁচাতে। জাহানারার স্বামী মো. জব্বার সাংবাদিকদের বলেন, আপনাদের সামান্য অর্থেই পারে তার জীবন বাঁচাতে এবং এই পরিবারের মুখে হাসি ফোটাতে। তাই মানবতার দৃষ্টিতে নিজ অবস্থান থেকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করার মোবাইল নম্বর -০১৭৩৯৬২১৬৩১।