শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বরাবরই ছবি তোলার শখ পরীমণির। এত দিন মুঠোফোনের ক্যামেরা দিয়ে পূরণ করতেন সেই শখ। এই অভিনেত্রীর অনেক দিনের ইচ্ছা চাঁদের ছবি তুলবেন, দূর আকাশে উড়ে বেড়ানো পাখির ছবি তুলবেন। কিন্তু মুঠোফোনের ক্যামেরা দিয়ে তো আর তা সম্ভব নয়! অবশেষে কিনে ফেললেন ‘ক্যানন’-এর একটি ডিএসএলআর ক্যামেরা। সঙ্গে কিনেছেন চারটি দামি লেন্সও। ক্যামেরা ও লেন্সেগুলোর ছবি ফেসবুকে পোস্ট করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। পেশাদার ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ সেখানে মন্তব্য করেছেন, ‘শুভ কামনা আমাদের জগতে।’ মাহমুদ হোসেইন মেহেদি জানতে চেয়েছেন, ‘১৫০-৬০০ লেন্স দিয়ে কি আকাশে পরীর ছবি তুলবেন?’ উত্তরে পরী বলেন, ‘চাঁদের ছবি তুলব এটা দিয়ে।’
ক্যামেরা কেনা প্রসঙ্গে কথা হলো পরীর সঙ্গে। জানালেন, ‘চাঁদের ছবি তো তুলবই। আরেকটা মিশন হাতে নিয়েছি, শুনেছি প্রায় তিন শ প্রজাতির প্রজাপতি আছে। দেখা যাক, নিজের ক্যামেরায় কত জাতের প্রজাপতির ছবি তুলতে পারি।’