রবিবার, ১৩ Jul ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী জেলায় সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মহীন প্রান্তিক নৌ শ্রমিকদের জীবনধারণে নানাবিধ সমস্যার সম্মুখীন।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজ তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। “স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সাহায্য করুন” স্লোগানকে সামনে রেখে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মােহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর; এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।