শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: ২৪ ঘন্টার ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির আবার অবনতি ঘটল। আজ ( রোববার) দুপরের পুর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যুর সাথে ১০৪ জনের আক্রান্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মৃত ৪ জনের তিনজনই নারী। আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৫, মৃত্যু হয়েছিল ২ জনের। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালীর গলাচিপার ৮০ বছর বয়স্ক ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা শহরের উকিলপাড়ার ৬৫ বছরের এক নারী স্থানীয় জেনারেল হাসপাতালে ও সদরের কানাইনগড়ের সম বয়সি আরেক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হসপাতালে এবং পিরোজপুরের ভান্ডারিয়ার ৪৫ বছর বয়স্কা অপর এক নারী উপজেলা হাসপাতালে মারা গেছেন। ফলে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ২৫০ জনে পৌছল। মৃত্যু হার এ অঞ্চলে আগের দিনের চেয়ে দশমিক ২ বেড়ে ১.৭৭%এ উন্নীত হল ।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল-এর আরটি পিসিআর ল্যাব সহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সর্বমোট ৪৭২ জনের নমুনা পরিক্ষায় ১০৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ৯৩ হাজার ২০৬ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ১৫৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের গড় হার ১৫.১৯%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৪৮ জন সহ সর্বমোট ১১ হাজার ৩৯৮ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার গড় হার ৮০.৭৮%।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন আক্রান্ত ১০৪ জনের মধ্যে ২৪ জনই বরিশাল জেলায়। যারমধ্যে করোনার হটস্পট মহানগরীতেই ১৮ জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৪৫ জনে উন্নীত হল। করোনা সংক্রমনে বরিশালে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যারমধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬০ জন।