মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান গাজীর অকাল মৃত্যুতে কলাপাড়ায় শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নতুনবাজারস্থ স্থানীয় বিএনপি কার্যালয় এ শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা যুবদলের ১নং যুগ্ন-আহ্বায়ক হারুনর-রশীদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো: আক্কাস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বিএনপি নেতা সবুজ গাজী, পৌর বিএনপি’র যুগ্ন-সম্পাদক ও সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, উপজেলা যুবদল নেতা মো: শামীম, রাসেল কবির মুরাদ, ফোরকান তালুকদার, সার্জেন্ট শামসুল হক, দোয়েল সিকদার, সোলায়মান পিন্টু, পাজী সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামাদল ও তার সকল সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ।
সভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতার অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুনবাজার জামে মসজিদের ইমাম মো: শাকুর আহমেদ।