সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণের দাবিসহ মোট ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফ পরিষদ,বরিশাল মহানগর শাখা।
৬ই মার্চ রোজ শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করে তারা। মানববন্ধনে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদের বরিশাল মহানগরের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন। এ আন্দোলনে তারা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।
এছাড়া ৫ই ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার সহ কারিগরি মুক্ত পরিক্ষা গ্রহণের দাবি জানান তারা। এ সময় বরিশালের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।মানববন্ধন শেষে তারা বিভিন্ন স্লোগানে সড়ক মুখরিত করে রাখে।