বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সম্পন্ন হয়েছে।
বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক স্মৃতি কলোনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সহযোগিতায় ২৮ শে জানুয়ারী বৃহঃবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সক্রিয় সদস্য আব্দুর রহমান ,সাংবাদিক আবু রায়হান, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক আবুল কালাম। এ সময়ে সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। উক্ত আয়োজনে ১৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে খাতা,কলম,স্কেল,পেন্সিল, রাবার,কাটার এবং ফাইল বিতরন করা হয়।এ সময়ে সুমাইয়া, রিতু কবিতা পাঠ করে এবং রাখি, সুমি গান গেয়ে বিমোহিত করে তোলেন অতিথিদের। সভাপতি পারভেজ সিকদার বলেন, আমি অত্যন্ত খুশি এই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে। আমি মনে করি এই সব সুবিধা বঞ্চিত শিশু অনেক মেধাবী। এদের সঠিক ভাবে সুযোগ দিতে পারলে এরাই একদিন দেশের উজ্জ্বল ভবিষ্যত হবে। লাভ ফর ফ্রেন্ডস বিগত দিনেও সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ছিল, এখনও তাদের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।