বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালী জেলার সাড়ে চার লক্ষ শিক্ষার্থী পেল নুতন বইয়ের ঘ্রান। করোনা পরিস্থিতির মধ্যেও সারাদেশে একযোগে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ‘বই’ তুলে দেওয়া হচ্ছে। এ বছর প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার প্রায় সাড়ে চার লক্ষ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। পটুয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী শুক্রবার সকালে সদর উপজেলার ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পটুয়াখালী কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের উপহার হিসেবে বই তুলে দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জি.এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়খালী সদর; সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। নুতন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ লক্ষ করা যায়।