বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরিশালে শিক্ষক দিবসে শিক্ষকদের সন্মাননা

বরিশালে শিক্ষক দিবসে শিক্ষকদের সন্মাননা

Sharing is caring!

শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিক্ষক কর্মচরী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান), বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন), তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ও মাদ্রাসা শিক্ষক সমিতির সব পর্যায়ের অসংখ্য নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণে র‌্যালিটি নগরের সদর রোড, ফজলুল হক এভিনিউ, চক বাজার, হেমায়েত উদ্দিন রোড হয়ে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।  র‌্যালি থেকে ‘বিশ্ব শিক্ষক দিবস, সফল হোক সফল হোক; শিক্ষা জাতীয়করণ, করতে হবে করে নাও; মুজিব বর্ষে শিক্ষা, জাতীয়করণ করতে হবে; শিক্ষকদের ন্যায্য দাবি, মানতে হবে মেনে নাও’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

র‌্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক কর্মচরী সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগের সম্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।  বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব (তৃতীয় তলায়) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে পাহাড় সমান বৈষম্য বিরাজমান আর এ বৈষম্য নিরসনের একমাত্র উপায় হচ্ছে শিক্ষা জাতীয়করণ করা। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কাছে আমাদের একটাই দাবি মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে একযোগে শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিন।  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক জলিলুর রহমান।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে অপর দিকে বাংলাাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে আলোচনা সভা ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সন্মননা প্রদান করা হয়। সদর উপজেলা ও অন্য উপজেলা থেকে মোট ১৫জন অবসর প্রাপ্ত শিক্ষকদের সন্মননা প্রদান করেন সংগঠনটি। অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ে উপচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন,মাউশি পরিচালক প্রফেসর মো: মোফাজ্জেম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর,প্রবীন শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিশ কুমার, মো: তোফায়েল আহম্মেদ, সুনীল বর্মন হালদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD