মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অনলাইন কুইজ, আবৃত্তি ও অঙ্কিত চিত্রকর্ম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা শিল্প কলা একাডেমীর সহযোগীতায় জেলা প্রশাসন আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই পুরস্কার বিতরনীর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অনলাইন কুইজ ও আবৃত্তি প্রতিযোগীতায় ৩জন করে ৬জন এবং অঙ্কিত চিত্রকর্মে ৯জন সহ মোট ১৫ জনের হাতে পুরস্কার হিসেবে বই ও সনদ তুলে দেন অতিথিরা।