বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের একটি দল।
শনিবার (০৮ আগস্ট) দারুসসালাম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আসলাম হাওলাদার (৪০) ও ফয়সাল (২৪)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, আটক দুইজনের কাছ থেকে দুই হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম এলাকায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।