শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদসহ সাকিব (২১) ও সজীব বেপারী (১৯) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার।
এর আগে সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, সাকিব ও সজীব উভয়ের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার সোলাকান্দি এলাকায়। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় বিয়ার-বিদেশি মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।