বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে দেশব্যাপী চলমান মাদকবিরোধী পুলিশি অভিযানে সাতদিনে ২ হাজার ৭০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় চলতিমাসের ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত সাতদিনে ১ হাজার ৯০৪ টি মামলায় ২ হাজার ৭০৮ মাদকবিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।
তিনি আরও বলেন, এসব মামলায় ৪ লাখ ৬৬ হাজার ৭২ পিস ইয়াবা, ৯ হাজার ৯৩০ বোতল ফেনসিডিল, ২ কেজি ৫৯৭ গ্রাম হেরোইন, ২০৮৮ কেজি গাঁজা, ১২০৭ লিটার দেশি মদ এবং ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। তুলনামূলক পর্যবেক্ষণে দেখা যায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে উদ্ধার, গ্রেফতার ও মামলার সংখ্যা বেড়েছে।
মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে।