শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: অবশেষে নির্বাচনের ১১ দিন আগেই মাশরাফির সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইল-২ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ।
আজ বুধবার বিকেলে নড়াইল পুরাতন টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এক যৌথসভায় এই ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ। এ সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রায় ১ এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঐ যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্রবোস। সভার শুরুতেই জাতীয় পার্টির এই প্রার্থীকে ফুল দিয়ে বরণ করেন এই আসনের মাশরাফির পক্ষের ১৪ দলেরন নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদচেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পিপি অ্যাড. এমদাদ হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাড. এমরান হোসেন প্রমূখ।
মাশরাফিকে সমর্থন বিষয়ে জাপা প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, দেশের সম্পদ মাশরাফি নির্বাচন করছেন তাই তাকে সমর্থন দিয়ে নড়াইলের ঐক্য ধরে রাখতে চাই। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের ভোটের মাঠে মূল্যায়ন করার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান।